সিরিয়ায় বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট
প্রকাশিত : ২২:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬
সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান।
সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের পেছনে কুর্দি ডেমোক্রেট ইউনিয়ন পার্টি- পিওয়াইডি’র হাত রয়েছে উল্লেখ করে বলেন, সংগঠনটিকে সমর্থন দিয়ে ভুল করেছে ওয়াশিংটন। এছাড়া শরণার্থী সংকট নিরসনের জাতিসংঘকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এর আগে, পিওয়াইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আবেদন নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এরপরই এ ব্যাপারে জানতে চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তুর্কি সরকার।
আরও পড়ুন