রাশিয়াকে প্রতিহত করতে বাল্টিক সাগরসহ সীমান্ত এলাকায় শক্তি বাড়াচ্ছে- ন্যাটো
প্রকাশিত : ২৩:০২, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:০২, ১০ ফেব্রুয়ারি ২০১৬
রাশিয়াকে প্রতিহত করতে বাল্টিক সাগরসহ সীমান্ত এলাকায় শক্তি বাড়াচ্ছে ২৮ দেশের সামরিক জোট- ন্যাটো।
এরইমধ্যে বাল্টিক সাগরে অতিরিক্ত ৫টি যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী ৬টি দেশে ৬ হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করতে যাচ্ছে। এ নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক চলছে। বাল্টিক সাগরে সেনা সদস্য বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিকে বেশকিছু ধরেই অনুরোধ জানিয়ে আসছিল পূর্ব ইউরোপের দেশগুলো। ন্যাটো বলছে, ইউক্রেনের মতো অন্য দেশগুলো যাতে রাশিয়া হস্তক্ষেপ করতে না পারে সেজন্যই নতুন করে পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন