ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরবে ৪০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৬ আগস্ট ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বার্ধক্য ও অসুস্থতার কারণে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মারা যাওয়া এই যাত্রীদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত সৌদি আরবে ৪০ জন হজযাত্রী মারা গেছেন। পবিত্র নগরী মক্কা, মদিনা ও জেদ্দায় পৃথক পৃথকভাবে তাঁরা মারা যান। এদের বেশিরভাগেই অসুস্থতার কারণে ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

বাংলাদেশি হজ কার্যালয় সূত্রে জানা গেছে, http://www.hajj.gov.bd সাইটে প্রতিদিনই বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের ছবি, পরিচয়, তথ্য, অসুস্থ ও মারা যাওয়া হাজির নামের আপডেট তালিকা প্রকাশ করা হচ্ছে। যে কেউ চাইলেই এই ওয়েবসাইটে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে পারে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি