ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘জঙ্গি, মাদক, সাইবার অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোন’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৬ আগস্ট ২০১৮

জঙ্গি, মাদক, সাইবার অপরাধ ও মিথ্যাচারের বিরুদ্ধে গণমাধ্যমকে আরো সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ‘সারাবাংলা ডট নেট’ অনলাইন সংবাদ পোর্টালের স্টুডিও উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।   

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমরা চারটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমত, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করে রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা; দ্বিতীয়ত, মাদকের বিস্তার রোধ করে সামাজিক শান্তি আনা; তৃতীয়ত, তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণ ক্ষেত্র বা সাইবার জগতের নিরাপত্তা বিধান এবং হলুদ সাংবাদিকতা ও মিথ্যাচারের হাত থেকে গণমাধ্যমকে রক্ষা।’

হাসানুল হক ইনু বলেন, গত সাড়ে ৯ বছরে এ সরকারকে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত অনেক জঞ্জাল সরাতে হয়েছে। অনেক সংস্কার করতে হয়েছে। সেখানে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা একটি ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঝুঁকিপূর্ণ কাজটিই করেছেন। তিনি গণমাধ্যমকে উন্মুক্ত করে গণতন্ত্রের বিকাশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের বিকাশে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের গণমাধ্যমের প্রসার ও বিকাশ ঘটেছে। এটি গণমাধ্যমের নতুন সদস্য। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।’    

শিশুদের সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আন্দোলনে শিশুরা যা করে দেখিয়েছে, আমি তাদের বলি সুপার হিরো। তারা যাপিত জীবনের সমস্যাগুলো চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানেও শোনেন, চোখেও দেখেন। তিনি বিএনপি সরকারের মতো নন। তিনি বিষয়টি দ্রুত বিবেচনায় এনে তাদের ৯-দফা দাবি মেনে নিয়েছেন।’

এ সময় গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, গাজী গ্রুপের পরিচালক ও দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস  

এমএইচ/এসি   

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি