ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাজনীন হত্যা মামলার আপিলে একজনের মৃত্যুদন্ড বহাল, ৪ জনকে খালাস

প্রকাশিত : ১৩:২১, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:২৬, ২ আগস্ট ২০১৬

ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে হত্যার দায়ে এক আসামীর মৃত্যুদন্ড বহাল রেখেছেন আপিল বিভাগে। তবে চারজনকে খালাস দেয়া হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল গুলশানে লতিফুর রহমানের বাড়িতে খুন হন তার মেয়ে স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেনীর ছাত্রী শাজনীন তাসনিম রহমান। ২০০৩ সালে বিচারিক আদালত এ মামলায় মোট ছয়জনকে মৃত্যুদন্ড দেয়। পরে পাঁচজনের সর্বোচ্চ সাজা বহাল রেখে একজনকে খালাস দেয় হাইকোর্ট। আসামীপক্ষ আপিল করলে সাত বছর পর শুনানি শেষে চূড়ান্ত রায় দিলো আপিল বেঞ্চ। এতে কেবল ১ জনের মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে। এদিকে ন্যায় বিচার পাওয়ার কথা জানান  খালাস পাওয়া  আসামিপক্ষের আইনজীবীরা। আপিল বিভাগ যে পাঁচ আসামীর রায় দিয়েছেন তাদের সবাই বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানান আইনজীবীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি