ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বন্যা কবলিত মানুষের জন্য সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: নজরুল

প্রকাশিত : ১৪:২৩, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৩, ২ আগস্ট ২০১৬

বন্যা কবলিত মানুষের জন্য সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশের অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়ে পড়লেও সরকার জনগনের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চেষ্টা করছে। জঙ্গি দমন নিয়ে যখন রাজনৈতক দলগুলো করণীয় ঠিক করছে তখন সরকার সুন্দরবন ধ্বংসের চক্রান্ত চূড়ান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি