ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ বার্সেলোনার প্রতিপক্ষ লিস্টার সিটি

প্রকাশিত : ১২:১৫, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৫, ৩ আগস্ট ২০১৬

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে আজ বার্সেলোনার প্রতিপক্ষ লিস্টার সিটি। সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এরআগে, প্রাক-মৌসুমের প্রস্তুতিতে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিককে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে কাতালানরা। আর সেই জয়ের ধারা অব্যাহত রেখেই এবারের প্রতিপক্ষকে হারাতে চায় তারা। এদিকে, পিএসজির সঙ্গে ৪-০ গোলে হেরে  ছন্দহারা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি। তবে, এই ম্যাচে নিজেদের সেরাটুকু দিয়েই প্রত্যাশিত জয়ে ফিরতে চায় লিস্টার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি