ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কিংস্টন টেস্টে হারের শঙ্কায় রয়েছে ওয়েস্টইন্ডিজ

প্রকাশিত : ১২:৩১, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৩১, ৩ আগস্ট ২০১৬

কিংস্টন টেস্টে হারের শঙ্কায় রয়েছে ওয়েস্টইন্ডিজ। ভারতের চেয়ে এখনো ২শ ৫৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। বার বার বৃষ্টির বাধায় চতুর্থ দিনে খেলা হয়েছে মাত্র মাত্র ১৫ ওভার ৫ বল। আর এরই মধ্যে ভারতীয় বোলাররা ৪৮ রানে তুলে নিয়েছে ৪টি উইকেট। ব্রেথওয়াইট ২৩ ও ব্রাভো করেছেন ২০ রান। মোহাম্মদ শামি ২টি এবং ইশান্ত শর্মা ও অমিত মিশ্র নিয়েছেন একটি করে উইকেট। দ্বিতীয় টেস্ট জয়ে শেষ দিনে ভারতের দরকার ৬ উইকেট। প্রথম ইনিংসে ১শ ৯৬ রানে অলআউট হয় ওয়েস্টইন্ডিজ। আর ৫শ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি