ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোরবানির পশুর হাট ঘিরে কঠোর নিরাপত্তা: র‌্যাব ডিজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৮ আগস্ট ২০১৮

ঈদ ও কোরবানির পশুর হাটকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

পশুর হাটের বেচা-কেনা জমে উঠতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, বড় বড় বাজারগুলোতে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প থাকবে। যেসব বাজারে ক্যাম্প নেই সেখানে র‌্যাবের পেট্রোল টিম থাকবে। অজ্ঞানপার্টি-মলমপার্টির দৌরাত্ম্যরোধে র‌্যাব তৎপর রয়েছে।

আজ শনিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বেনজীর আহমেদ আরও বলেন, ঈদ উপলক্ষে আইন শৃংখলাবাহিনী বেশ তৎপর। অনুমোদিত স্থান ছাড়া অন্য স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন তারা।

এ সময় সামাজিকমাধ্যমে কেউ যাতে রাষ্ট্রবিরোধী অপপ্রচার না করতে পারে সেদিকেও কড়া নজরদারি রাখবে র‌্যাবের সাইবার ইউনিট।

ঈদ ব্যস্ততায় সড়ক দুর্ঘটনারোধে র‌্যাবের প্রতিটি ব্যাটেলিয়ান সতর্ক থাকবেন বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এ লক্ষ্যে ঈদ পরবর্তী তিনদিন সড়কে চেকপোস্ট থাকবে এবং প্রতিটি ব্যাটালিয়নের ফেসবুক পেইজ থেকে চার ঘণ্টা পরপর ট্রাফিক আপডেট দিবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি