ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর আদর্শই হতে পারে বর্তমান সংকট থেকে উত্তরনের হাতিয়ার

প্রকাশিত : ১৪:২৩, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৩, ৩ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই হতে পারে বর্তমান সংকট থেকে উত্তরনের হাতিয়ার। তাঁর দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের গুনেই স্বাধীন ভুখন্ড পেয়েছিল বাঙ্গালী জাতি। বিশিষ্টজনরা বলছেন, জাতির শেষ্ঠ এ সন্তানের রাজনৈতিক বিচক্ষনতা আর মানবিকতার যে মুল্যবোধ জানতে হবে সবাইকে। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বের গুনে বাঙালি জাতিকে যেমন স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন তেমনি আর্থসামাজিক উন্নয়নের মুল স্ধেসঢ়;্রাতে তুলে এনেছিলেন বাংলাদেশকে। সামগ্রিক মুক্তির লক্ষ্যেই বঙ্গবন্ধু পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে তুলেছেন। কিন্তু কিছু চক্রান্তকারীর ভয়াল থাবা বাংলাকে এনেদিল শোকের মাস আগস্ট। বিশিষ্টজনদের মতে,এমন একটি বিপর্যয় ডেকে আনতে আগেই নীল নকশা করেছিল একটি চক্র। উদার-গণতান্ত্রিক একটি জাতিরাষ্ট্রই যে অর্থনৈতিক ন্যায্যতা ও সামাজিক সমতা নিশ্চিত করতে পারে তা বঙ্গবন্ধু গভীরভাবে উপলব্ধি করেছিলেন। কাজেই বর্তমানে দেশে যে সঙ্কট, বঙ্গবন্ধুর প্রেরোনাই হতে পারে তা থেকে উত্তরনের পথ। স্বাধীনতার পর দারিদ্রের কশাঘাত থেকে মানুষকে মুক্ত করতে গরিব-দুঃখী মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু। তাঁর নেতৃত্বে প্রনীত সংবিধান নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষা করেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি