ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৪২, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৪২, ৩ আগস্ট ২০১৬

সুনীল ছেত্রী ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এর পাশাপাশি খেলছেন বেঙ্গালুরু ফুটবল দলেও খেলছেন এই স্ট্রাইকার। ১৯৮৪ সালে আজকের এই দিনে ভারতের সেকেন্দ্রাবাদ শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক ও সহকর্মীদের কাছে ছেত্রী নামেই বেশি পরিচিত এই তারকা ফুটবলার। বাবা-মা দুজনই ফুটবলার। আর পরিবারের অনুপ্রেরণায় পেশ্ধাসঢ়;য় বেছে নেন ফুটবলকে। আর পেশাদার ফুটবল খেলা শুরু করেন মোহন বাগান ক্লাবের জার্সিতে। এর আগে যুব ক্যারিয়ারে খেলেন সিটি ক্লাবে। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেন মোহন বাগান ক্লাবে। এরপর তিন মৌসুমের জন্য মাঠে নামেন জেসিটি ক্লাবে। এই ক্লাবে ২০০৮ সাল পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলে গোল করেছেন ২১টি। আর ২০০৮ সালে এক মৌসুমের জন্য নতুন করে যোগ দেন ইস্ট ব্ধেসঢ়;ঙ্গল ক্লাবে। খুব কম সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। আর ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১০ সালে খেলেন কানসাস সিটি উইজার্ড দলে। এছাড়া খেলেছেন চিরাগ ইউনাইটেড, মোহনবাগান, স্পোটিং সিপি, চার্চিল ব্রাদার্স ক্লাবে। ২০১৩ সালে দুই মৌসুমের জন্য খেলেন বেঙ্গালুরু ক্লাবে। আর ২০১৫ সালে মাঠ মাতিয়েছেন মুম্বাই সিটি ক্লাবে। আর ২০১৬ সাল থেকে খেলে যাচ্ছেন পরনো ক্লাবে বেঙ্গালুরুতে। ক্লাবে পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও সমান তালে খেলেছেন ছেত্রী। ২০০৪ সালে খেলেন ভারত অনুর্ধ্ব- ২০ দলে। আর ২০০৫ সাল থেকে খেলছেন জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ৯০টি ম্যাচ খেলে গোল করেছেন ৫০টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি