ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশকে পাকিস্তানের আদলে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় খালেদা জিয়া- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ২৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

tan minদেশকে পাকিস্তানের আদলে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় খালেদা জিয়া বলে মন্তব্য করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। দুপুরে টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি ফলক উম্মোচনের সময় একথা বলেন তিনি। মন্ত্রি আরো বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেননি। বর্তমানে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্যই খালেদা জিয়া এসব কথা বলছেন। তবে যারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সর্ম্পকে কটুক্তি করবে নতুন আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে এবং মুক্তিযোদ্ধাদের তালিকার পাশাপাশি রাজাকার ও আল বদরদের তালিকা করার কথাও বলেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি