ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে ক্ষুদেবার্তা পাঠিয়ে গরু পেলেন হিজড়া সম্প্রদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২১ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে কোরবানির জন্য গরু উপহার পেলেন জামালপুরের এক হিজড়া সম্প্রদায়। গতকাল সোমবার এক লক্ষ টাকা মূল্যের এই গরু তাদেরকে উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

জামালপুর সদর উপজেলার ঐ হিজড়া সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই গরু পৌঁছে দেন জেলার ডেপুটি কমিশনার (ডিসি) আহমেদ কবির।

আশরাফুল আলম খোকন জানান, “গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রধানমন্ত্রী তার মোবাইলে একটি এসএমএস পান। সেখানে হিজড়া সম্প্রদায়ের পক্ষে ময়ূরী নামের একজন প্রধানমন্ত্রীর কাছে ঈদ উল আজহা উপলক্ষ্যে কোরবানির জন্য একটি গরু চান”।

এরপর ময়ূরীর মোবাইল নম্বরে যোগাযোগ করে তাদের জন্য একটি গরুর ব্যবস্থা করতে নিজের ব্যক্তিগত সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলে জানান খোকন।

তোফাজ্জল হোসেন ময়ূরীকে ফোন করে জানতে পারেন যে, সে জামালপুরে থাকেন। আর সেখানে তারা ৮৭ জন হিজড়া একসাথে বসবাস করেন। পরে প্রধানমন্ত্রীর আদেশমত জামালপুর জেলার ডিসির মাধ্যমে গরু পৌঁছে দেন আহমেদ কবির।

//এস এইচ এস//    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি