ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

রেল সড়ক নির্মান ও পায়রা বন্দরে বিনিয়োগ করতে যুক্তরাজ্য আগ্রহী

প্রকাশিত : ১৯:৩৭, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ৪ আগস্ট ২০১৬

পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সড়ক নির্মান ও পায়রা বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। বলে জানালেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহামেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লাক এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।বানিজ্যমন্ত্রী বলেন,সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলো সম্ভাব্যতা যাচাই শেষে যুক্তরাজ্যের এই বিনিয়োগ প্রস্তাবটির বিষয়ে চ’ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।বৃটিশ হাইকমিশনার বলেন ইউরোপীয় ই্ধসঢ়;উনিয়ন থেকে যুক্তরাজ্য আলাদা হলেও বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক বানিজ্যিক উন্নয়ন সম্পর্কে কোন প্রভাব পড়বে না। সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে বানিজ্যের সম্প্রসারন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বৃটিশ হাই কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি