ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:২২, ২৩ আগস্ট ২০১৮

ঈদের সময় রাজধানী ঢাকা যেন ফাকা নগরীতে পরিণত হয়েছে। অন্য সময়ের চেয়ে এখন রাজধানীর যেকোনো এলাকায় খুব দ্রুত যাওয়া যায়। আর এ সময়টাকে কাজে লাগাচ্ছেন অনেকেই। ঈদের দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়।

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল নামে। কোরবানির আনুষ্ঠানিকতা প্রথম দিন শেষ হয়েছে। তবে আজকেও কেউ কেউ পশু কোরবানি করেছে। 

নগরীর সড়কগুলো অনেকটা ফাঁকা। শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিশুপার্কগুলো। বিভিন্ন রাইডে চড়ছে শিশুরা।

সংসদ ভবন, শিশু পার্ক ও হাতিরঝিল এলাকাসহ বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।

নগর জীবনের কোলাহল থেকে একটু বিনোদনের আশায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ছুটে যান এসব বিনোদন পার্কে। 

একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক তার স্ত্রীসহ হাতিরঝিলে ঘুরতে এসছেন। তিনি জানান, সকাল বেলা অফিস করেছি। বিকেলে স্ত্রীকে নিয়ে একটু সময় কাটানোর জন্য হাতিরঝিলকে উপযুত্ত জায়গা মনে হয়েছে আমার কাছে। আর ঘুরাঘুরি ছাড়া শুধু বাসায় বসে থাকাটা ভালো লাগে না।

রাজধানীর বাড্ডা এলাকা থেকে এসছেন, দুই তরুণী শিশু পার্কে। এদের মধ্যে একজন জানান, বিনোদনকেন্দ্রগুলোতে ভালো সময় কাটানো যায়।

এ রকম ছোট-বড় বিভিন্ন বয়সের অনেকেই বিনোদনকেন্দ্রগুলো ভিড় করছে।

 

 

 

 এমএইচ/  এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি