ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

শেখ কামালের ৬৭তম জন্মদিন আজ

প্রকাশিত : ১৪:০৩, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৩, ৫ আগস্ট ২০১৬

মুক্তিযুদ্ধের সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬৭তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন ছাত্র আন্দোলনের একজন সংগঠকও। ৭৫ এর ১৫ই আগস্ট গোটা পরিবারের সঙ্গে শহীদ হন তিনি। যুদ্ধের ময়দানে সাহসী সেনা, ছাত্র রাজনীতির কর্মী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, মোটকথা সবখানেই ছিলো শেখ কামালের পদচারণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে শেখ কামাল। ১৯৪৯ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্ম। শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে বি.এ.অনার্স। একাত্তরে রনাঙ্গণের সাহসী যোদ্ধা। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পূনর্গঠনে ঝাপিয়ে পড়েছেন, কাজ করেছেন সামাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে। কিন্তু ১৯৭৫ এর ১৫ই আগস্টের কাল রাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও হত্যা করে ঘাতকরা। শহীদ শেখ কামাল রাজনীতি, ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ। খেলার মাঠই শুধু নয়, গানের আসর, নাটকের মঞ্চ, বিতর্ক সবখানেই ছিলেন তিনি। বিয়েও করেছিলেন দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুকে। শেখ কামালের হাতেই গড়ে উঠে উপমহাদেশের সেরা ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্র যা এখন আবাহনী লিমিটেড। মঞ্চের প্রতি তার ছিলো অন্যরকম এক টান। মঞ্চে অভিনয় করেছেন তিনি। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী, শেখ কামালের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় বলে মনে করেন বিশিষ্টজনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি