ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জামালপুরে ভারত থেকে আসা হাতি উদ্ধারে অভিযান

প্রকাশিত : ১৫:১৬, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৬, ৫ আগস্ট ২০১৬

জামালপুরের চরে আটকা পড়া ভারতের আসাম থেকে আসা হাতি উদ্ধারে আজ অভিযান চালাবেন ভারতের বিশেষজ্ঞ দল ও বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাতে জামালপুর পৌঁছায় ভারতীয় বিশেষজ্ঞ দল। এদিকে, হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশের চেষ্টা করছে। এ’কারণে আতঙ্কিত সরিষাবাড়ি উপজেলার পটল গ্রামের বাসিন্দারা। বন্যার পানিতে ভেসে আসাম থেকে আসা একটি হাতি চারদিন ধরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়ার পটল গ্রামে ঘোরাফেরা করছে। খাবারের সন্ধানে বার বার লোকালয়ে প্রবেশের চেষ্টা করায় এলাকাবাসীর বাধার মুখে দিগ¦-বিদিগ¦ক-ছুটছে হাতিটি। এরই মধ্যে হানা দিয়ে দুটি বাড়ি তছনছ করেছে। হাতির ভয়ে আতঙ্কিত গ্রামবাসীও। বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল হাতিটি পর্যবেক্ষণ করছে। তারা জানান, কোন শুকনো স্থানে না উঠায় উদ্ধার করা যাচ্ছে না হাতিটি। এদিকে, হাতি উদ্ধারে ভারতের একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার রাতে জামালপুর পৌঁছায়। মানুষের ক্ষয়ক্ষতি না করে হাতিটির জীবন রক্ষা করাই উদ্দেশ্য বলে জানান তারা। গত ২৮ জুন ভারতের আসাম থেকে পানিতে ভেসে আসে হাতিটি। এরপর ১ মাস ৪ দিন হাতিটি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের চরে ঘোরাফেরা করে। সেখান থেকে চলে আসে জামালপুরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি