ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত : ১৫:১৭, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৭, ৫ আগস্ট ২০১৬

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আলম নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ভোররাতে ভারতের সীমানায় নিহত হয় সে। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ছেলে। ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের বর্ণবাড়িয়া বিএসএস ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ বিএসএফ গুলি ছোড়ে। ঘটনা স্থলেই গুলিবিদ্ধ হয়ে আলম মারা যায়। তার মৃতদেহ সঙ্গীরা দেশে নিয়ে এসছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি