বাংলাদেশ নৌবাহিনী ও চীনা সরকারের কনস্ট্রাকশন কোম্পানীর মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি সই
প্রকাশিত : ১৮:২৫, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৫, ৫ আগস্ট ২০১৬
চট্টগ্রাম বাঁশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করতে বাংলাদেশ নৌবাহিনী ও চীনা সরকারের কনস্ট্রাকশন কোম্পানীর মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।
শুক্রবার সকালে নৌবাহিনী সদর দপ্তরে চুক্তি সই অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠানের প্রধান সাংবাদিকদের জানান, নৌবাহিনীর কারিগরি ও নিরাপত্তা সহায়তায়, তারা নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের নির্মান কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদী। এ সময় নৌবাহিনী প্রধান ও চীনা কনস্ট্রাকশন কোম্পানীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঁশখালির কয়লা বিদ্যুৎ প্রকল্পটি এ খাতে দেশের সবচেয়ে বড় প্রকল্প।
আরও পড়ুন