ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে তেঁতুলিয়া নদীর উপর ব্রিজ নির্মিত হলে

প্রকাশিত : ১৮:২০, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২০, ৫ আগস্ট ২০১৬

তেঁতুলিয়া নদীর উপর ব্রিজ নির্মিত হলে ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকায় দেশের ৩৯তম সরকারি ইকোনোমিক জোন এলাকা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। আগামী দুই বছরের মধ্যে ভোলায় গ্যাস ভিত্তিক ইকোনোমি জোনের কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ভোলার ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকায় ২০৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি