ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:১২, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

স্বাধীনতা অর্জনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও নাশকতা রোধেও এ বাহিনী ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে। গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ উদ্বোধন করে তিনি একথা বলেন। দেশের অগ্রগতির জন্য এ বাহিনীর সদস্যদেরকে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। তাকে সশস্ত্র সালাম জানায় একটি চৌকস দল। খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজের পর গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশের অগ্রগতির জন্য এ বাহিনী কাজ করবে বলেও আশাবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও নাশকতা রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  বাহিনী সব সময় সরকারের পাশে ছিলো। ভবিষ্যতেও দায়িত্ব পালনে পিছপা হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। পরে আনসার ও প্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি