ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ যথাযথ ভূমিকা রাখে নি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৭ আগস্ট ২০১৮

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ যথাযথ ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের হাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বর্ষপূর্তি ‍উপলক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বশান্তি নিশ্চিত করতে কাজ করার লক্ষ্যে। সংস্থাটি সেই দায়িত্ব পালনে ব্যর্থ। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গা নিয়ে নানা সংকটে থাকলেও সংস্থাটি তাদের প্রত্যাবাসনে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমনকি রোহিঙ্গাদের ওপর নিপীড়নকারী মিয়ানমারের ওপর চাপ প্রয়োগেও ব্যর্থ হয়েছে।

কাজী রিয়াজুল হক রোহিঙ্গাদের দ্রুত সময়ে মিয়ানমারে ফেরত নেওয়ার দাবি জানান। প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমার যে অঙ্গীকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি