ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বহাল

প্রকাশিত : ১৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

anwarসাবেক ব্র্র্র্র্র্র্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং দুই জনের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই রায় দেন। ২০০৪ সলের ২১শে মে সিলেটে হযরত শাহজালাল (র:) মাজার এলাকায় গ্রেনেড হামলা হয় তৎকালীন বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ নিহত হন ৩ জন, আনোয়ার চৌধুরীসহ আহত হন অর্ধশতাধিক। ঘটনার চার বছর পর, ২০০৮ সালের ২৩শে ডিসেম্বর চাঞ্চল্যকর এই মামলায় মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন দণ্ড দেয় সিলেট আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আট বছর পর নি¤œ আদালতের ঐ রায় বহাল রাখে হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আসামীপক্ষ আপিল না করলে রায় কার্যকরে আর কোন বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ের পর ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া জানাননি আসামী পক্ষের আইনজীবী। অবশ্য, টেলিফোনে আপিল করার কথা জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি