ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে বার্সেলোনা

প্রকাশিত : ১৩:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

কোপা দেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের মাঠ স্তাদিও দো মেস্তালায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করে ভ্যালিন্সিয়াকে ১-০ তে এগিয়ে দেন স্ট্রাইকার নেগরেডো। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাতালানরা। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে উইলফ্রিড কাপটুম গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ১-১ এ ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছে গেছে লুই এনরিখের শিষ্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি