ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত, পিস্তল, ২০টি হাতবোমা ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ১৫:১৯, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত হয়েছে।  উদ্ধার করা হয়েছে পিস্তল, ২০টি হাতবোমা ও ৫টি ধারালো অস্ত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকড়া ইউনিয়নের জোয়ানভাগপাড়ার সুমনের আমবাগানে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়েছে পুলিশের ওপর গুলি চালায় জেএমবি জঙ্গিরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি