ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্বাধীনতা বিরোধীরা হত্যাকান্ড চালাচ্ছে

প্রকাশিত : ১৮:২৫, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৫, ৭ আগস্ট ২০১৬

স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হত্যাকান্ডগুলো চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেল শনিবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় জেলা প্রশাসক আলী হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এসময়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি