ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাপানী নাগরিক হত্যা মামলা থেকে অব্যাহতি বিএনপি নেতাসহ ৬, পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর

প্রকাশিত : ১৮:৫৯, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ৭ আগস্ট ২০১৬

রংপুরে জাপানী নাগরিক কুনিও হোশি হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে আটক আসামী বিএনপি নেতা রাশেদুন্নবী বিপ্লবসহ ৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পলাতক ৪ জঙ্গির বিরুদ্ধে। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য ৬ সেপ্টেম্বর। দীর্ঘ ১০ মাস পর আদালত গ্রহণ করলো রংপুরে জাপানী নাগরিক কুনিও হোশি হত্যা মামলার চার্জশীট। <ংঃৎড়হম> চার্জশিট গ্রহণ করে আটক আসামী রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবসহ ৬ জনকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয় পলাতক ৪ জঙ্গির বিরুদ্ধে। আসামী পক্ষের আইনজীবী জানান, চার্জশিটে নির্দোষ প্রমাণ হওয়ায়ই ছাড়া পান বিএনপি নেতা বিপ্লব। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জাপানী নাগরিক হত্যায় ৮ জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হলো। এদের মধ্যে ৪ জঙ্গি কারাগারে আছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি