উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করতে মার্কিন সিনেটের বিল অনুমোদন
প্রকাশিত : ১৩:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬
উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। এদিকে, উত্তর কোরিয়ায় যৌথভাবে পরিচালিত কাইসং ইন্ডাষ্ট্রিয়াল পার্ক থেকে কর্মকর্তা ও শ্রমিকদের সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য সর্বসম্মতিক্রমে নতুন আইন পাশ হয়েছে মার্কিন সিনেটে। ভোট দেয়ার পর প্রতিক্রিয়ায় রিপাবলিকান সিনেটর ডেট ক্রুজ অভিযোগ করেন, প্রেসিডেন্ট ওবামার ভুল নীতির কারণেই উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরানো যায়নি। অন্যদিকে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উত্তর কোরিয়ার সেনাপ্রধানকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কয়েকটি গণমাধ্যম।
আরও পড়ুন