ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ৯ বিদেশি ও ১ বাংলাদেশি আটক

প্রকাশিত : ১৬:৩৯, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ৮ আগস্ট ২০১৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৯ বিদেশ ও এক বাংলাদেশীকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দেশী-বিদেশী জালমুদ্রা ও মুদ্রা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে । সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, গোপন তথ্যর ভিত্তিতে বসুন্ধরার অভিজাত এলাকায় অভিযান চালায় তারা। আটক করা হয় ক্যামেরুনের ৭জন এবং কঙ্গোর ২ নাগরিককে। আটক করা হয় এক বাংলাদেশিকেও। চক্রটি বাংলাদেশী মেয়েদের বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছে। তারা ই-মেইলে লোভনীয় বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো বলেও জানিয়েছে র‌্যাব।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি