ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সদ্য ঘোষিত কমিটি নিয়ে চট্টগ্রাম বিএনপিতে অসন্তোষ

প্রকাশিত : ১৩:২৩, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:২৩, ৯ আগস্ট ২০১৬

সদ্য ঘোষিত কমিটি নিয়ে চট্টগ্রাম বিএনপিতে দেখা দিয়েছে চরম অসন্তোষ। স্থায়ী কমিটিতে সিনিয়ন নেতা আবদুল্লাহ আল নোমানের স্থান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমুলের নেতারা। এদিকে নতুন কমিটিতে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি হতে না পারায় পদত্যাগের ঘোষনা দিয়েছেন সদ্যঘোষিত সহ-সভাপতি আবু সুফিয়ান। চট্টগ্রামে বিএনপি’র সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১০সালের জানুয়ারীতে। দীর্ঘ প্রায় ছয় বছর পর শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা চট্টগ্রাম মহানগর বিএনপি’র নতুন কমিটি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ১৫২টি পদের বিপরীতে ঘোষনা করা হয় সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক, এ তিন জনের নাম। নব গঠিত এই কমিটি নিয়ে দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটি বাতিলের দাবী জানিয়ে মিছিল সমাবেশ করেছে দলের একাংশ। অপরাংশ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে। দলের তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, নব গঠিত মহানগর কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এদিকে দলের স্থায়ী কমিটিতে বর্ষিয়ান নেতা আবদুল্লাহ আল নোমানের স্থান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমুলের কর্মীরা। একই অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারাও। তাদের অভিযোগ, ঘোষিত নতুন কমিটিতে দলের ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়নি। এদিকে তৃণমুলের নেতা-কর্মীদের নিয়ে দলকে নতুন করে সাজানোর কথা বলেছেন নব গঠিত মহানগর কমিটির সভাপতি। অপরদিকে কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের ঘোষনা দিয়েছেন সহ সভাপতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি