ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্যসহ ৯ আসামির রায় আগামীকাল

প্রকাশিত : ১৩:৩২, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ৯ আগস্ট ২০১৬

মানবতা বিরোধী অপরাধের যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৮ আসামির রায় আগামীকাল। বিচারপতি আনোয়াররুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষনা করবেন। রায়ে সর্বোচ্চ শাস্তির আশা করছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধে যশোরের সাখাওয়াত সহ ৮ জনের বিরুদ্ধে অপহরন, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যা সহ ৫ ধরনের অভিযোগ রয়েছে। ৯ আসামিদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল কারাগারে রয়েছেন, বাকি ছয়জন পলাতক। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। গত বছর ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই নয়জনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। গত ১৪ জুলাই আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী হয়ে যশোর-৬ আসন থেকে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন। সংসদ সদস্যের মেয়াদ শেষ হবার আগেই যোগ দেন বিএনপিতে। গত সংসদ একই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান তিনি। ২০১৪ সালের ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল সাখাওয়াতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ২৯ নভেম্বর রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি