ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুয়ারে কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, বেড়েছে গোলাপের চাহিদা, ব্যস্ত সাভারের গোলাপ চাষীরা

প্রকাশিত : ১৫:০০, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:০১, ১১ ফেব্রুয়ারি ২০১৬

দুয়ারে কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, বেড়েছে গোলাপের চাহিদা। আর তা যোগান দিতে ব্যস্ত সাভারের বিরুলিয়ার গোলাপ চাষীরা। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়টায় বাড়ে বিক্রির পরিমাণ। তাই তো দিন রাত ব্যস্ত চাষীরা, বাগানে কাজ করছেন হাসিমুখে। saver followসৌন্দর্য আর ভালোবাসার প্রতীক গোলাপ; রূপ-গন্ধ-কমনীয়তায় ফুলের রাণী। ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় গোলাপ চাষ করে সাবলম্বী এখন অনেকেই। পতিত ও কম ফসল উৎপাদনশীল জমিতে গোলাপ চাষ করে, আয় তাদের লাখ লাখ টাকা। আর এখানের ৮০ শতাংশ মানুষ কোন না কোন ভাবে এর সঙ্গে জড়িত। বছরজুড়ে গোলাপ চাষ হওয়ায়, স্থানীয়ভাবে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি ফুল-বাজার। ভালোবাসা দিবস, একুশে ফেব্র“য়ারি- সামনে রেখে বেড়েছে ফুলের চাহিদা। কাজের ব্যস্ততাও পাল্লা দিয়ে বেড়েছে কয়েকগুণ। কৃষি বিভাগ বলছে, সময়মত সার, কীটনাশক প্রয়োগের কারণে এবার গোলাপের চাষ ভালো হয়েছে। কৃষকরা নিজ উদ্যোগেই বেশিরভাগ বাগান গড়ে তুলেছেন, তবে চাষের পরিমাণ বাড়াতে সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। যতদূর চোখ যায় গোলাপের সমাহার, এক অপার্থিব সৌন্দর্যের মহিমা ছড়ায়, মুগ্ধ করে সবাইকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি