ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে মুন গ্রুপের চেয়ারম্যান আটক

প্রকাশিত : ১৪:২১, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২১, ১১ আগস্ট ২০১৬

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের ২২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। গত ৩০ জুন অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যাংকটির আরও পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আটজনকে আসামি করে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটের বৈধ মালিক না হয়েও তিনি একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় অগ্রণী ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় মিজানুর রহমানকে গ্র্রেপ্তার করা হলেও মামলার তদন্ত চলাকালে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত ২২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি