ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একাত্তরের মতোই পাকিস্তান ও তাদের এদেশীয় দোসররা পরাজিত হবে- মোহাম্মদ নাসিম

প্রকাশিত : ১৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

পাকিস্তান ও তাদের এদেশীয় দোসররা একাত্তুরেও পরাজিত হয়েছিল, এখনো পরাজিত হবে বলে হুশিয়ার করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর পেশাজীবী নেতারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব ধরণের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। সকালে ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে পেশাজীবিদের সঙ্গে চৌদ্দ দলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। অনদিকে, বেগম খালেদা জিয়া সহ মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তিকারী বিএনপি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। 14 dolসাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্রমূলক আচরণ এবং মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের কটুক্তির প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে মানব বন্ধন করবে চৌদ্দ দল। আর এতে স্বাধীনতার চেতনাসম্পন্ন বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে জড়ো করতে সকালে পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন চৌদ্দ দলের নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিক মতবিনিময় সভায় চৌদ্দ দলের নেতারা পাকিস্তান ও তাদের এ দেশিয় দোসরদের কড়া ভাষায় নিন্দা জানিয়ে হুশিয়ার করেন। পেশাজীবী নেতারাও ধৃষ্টতাপূর্ণ ও ষড়যন্ত্রমূলক আচরণের জন্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। এদিকে, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে কটুক্তির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দলের অন্য নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। তারা বলেন, নতুন প্রজন্ম এখন স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। পাকিস্তানের ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে বেগম খালেদা জিয়া ও তার দলের নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ বিরোধী এসব কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবিতে আন্দোলন অব্যহত রাখার ঘোষনা দেন ছাত্রলীগ নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি