ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে নিষেধজ্ঞা নেই: বার্নিকাট

প্রকাশিত : ১৭:১৬, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১৬, ১১ আগস্ট ২০১৬

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সতর্কতা থাকলেও কোনো নিষেধজ্ঞা নেই বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট। রাজধানীতে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ’ কথা জানান তিনি। বার্নিকাট বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তবে, এসব ক্ষেত্রে পুলিশের তথ্য ও তদন্তের বিষয় সাধারণ মানুষকে আরও বেশি স্পষ্ট করা উচিত। এ’সময় তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন বার্নিকাট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি