ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লিটন ও আরিফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

শপথ নিলেন লিটন ও আরিফুলরাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র শপথ নিয়েছেন। এসময় দুই সিটির কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররাও শপথ নেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাঁরা শপথ নেন।

প্রথা অনুযায়ী, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গত ৩০ জুলাই রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

অপরদিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে ফের মেয়র নির্বাচিত হন গতবারের মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি