ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘের আলোচনায় রোহিঙ্গা সঙ্কটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলেও জানান তিনি।  

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি মনে করেন, বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি