প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সেলফি
প্রকাশিত : ২১:৩১, ৫ সেপ্টেম্বর ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের চোখও ক্যামেরার দিকে। তবে কোনো ফটো সেশনের জন্য নয়, দুজনই তাকিয়ে আছেন স্মার্ট ফোনের ক্যামেরার দিকে। আর স্বয়ং সে সেলফি তুলছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র উদ্বোধনী অনুষ্ঠানের পর বিমানে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন বার্নিকাট।
এসময় দু’জনের সঙ্গে পেছন থেকে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীসহ কর্মকর্তাদের।
আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে যাত্রাবিরতি ছাড়াই টানা সাড়ে ১৪ ঘণ্টা উড়ে গত ১৯ আগস্ট বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দিয়েছেন ‘আকাশবীণা’। গত ২৯ আগস্ট দুপুরে ড্রিমলাইনারের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট ঢাকা থেকে কলকাতায় চালানো হয়। বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল আহমেদ ও বোয়িংয়ের ক্যাপ্টেন রিচার্ড এম ডেনটন ফ্লাইটটি পরিচালনা করেন। ওই ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন অথরিটি, বিমান কর্মকর্তাসহ ২৯ জন আরোহী ছিলেন।
বুধবার দুপুরে শাহজালালবিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ‘আকাশবীণা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর সামনে উড়োজাহাজটির একটি মডেল উপস্থাপন করা হয়। পরে বিমান বহরে যুক্ত নতুন এই উড়োজাহাজটি পরিদর্শন করেন তিনি।
এমজে/
আরও পড়ুন