ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন- বিএনপি'র

প্রকাশিত : ১৫:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

আসন্ন কাউন্সিলে চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে ব্যরিস্টার জমিরউদ্দিন সরকারকে। এছাড়া খালেদা জিয়াকে চেয়ারপার্সন করে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। bnpআগামী ১৯ মার্চ সম্ভাব্য তারিখ ধরে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সার্বিক বিষয় নিয়ে বুধবার রাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে হয় স্থায়ী কমিটির বৈঠক। এতে প্রস্তুতি কমিটি গঠন ও গঠনতন্ত্র সংশোধনসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহস্পাতিবার নয়া পল্টনে সংবাদ সম্মেলনে বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দলের গঠনতন্ত্র সংশোধন করে চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য করা সুপারিশ বেগম জিয়া গ্রহন করেছেন। নির্বাচন কমিশন সময় মত তফসিল ঘোষনা করবেন। আসন্ন কাউন্সিল সফল করতে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা গভীর চক্রান্ত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি