ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরিজ বোমা হামলা মামলায় সাজা ভোগ করা জেএমবি সদস্য চুয়াডাঙ্গা থেকে আটক

প্রকাশিত : ১৪:২২, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২২, ১২ আগস্ট ২০১৬

২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় সাজা ভোগ করা জেএমবি সদস্য সুমন হোসেনকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গতরাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, তিন বছরের সাজা ভোগের পর কিছুদিন আগে সুমন মুক্ত হয়। সে আবারো নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে। সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি