ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৬ সেপ্টেম্বর ২০১৮

গরীব ও অসহায়দের ১০টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে সরকার। “ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে ১১ হাজার ৩১ জন পরিবারের প্রতিটি কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে চাল বিক্রির উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাফিজার রহমান জানান, চলতি বছরে ওই কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ১৮জন ডিলারের মাধ্যমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তিন মাস পর্যন্ত এ চাল বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না। আমন ধান রোপনের পরে ক্ষুদ্র প্রান্তিক পরিবারের সদস্যরা এ চাল পেয়ে উপকৃত হবে বলে কার্ডধারীরা জানান।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল বেগম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক থানার ওসি সুব্রত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি