ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জল-স্থল-অন্তরীক্ষে শেখ হাসিনার জয়জয়কার: মতিয়া চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

মতিয়া চৌধুরী: ফাইল ছবি

মতিয়া চৌধুরী: ফাইল ছবি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছে, কৃষি-কৃষক-বাংলাদেশ- শেখ হাসিনা আজ এক সূত্রে গাঁথা। শেখ হাসিনা সাহিত্যের ছাত্রী হলেও তিনি কৃষিতে গভীর জ্ঞান রাখেন। তাঁরই সমর্থনে আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশে প্রথম হাইব্রীড বিজের প্রবর্তন করি। যার ফলশ্রুতিতে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। তাই জল-স্থল-অন্তরীক্ষে আজ শেখ হাসিনার নেতৃত্বের জয়জয়কার।  

আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধুর নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সরকারই প্রথম কৃষিতে ৩০ শতাংশ বাজেট দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে কৃষিতে ৭ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু-ই কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদপর্যাদা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সরকারের সময়ই ১৯৭৩ সালের ৫ এপ্রিল কৃষি গবেষণা কাউন্সিল গঠিত হয়। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি বঙ্গবন্ধুর-ই হাতে গড়া।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সরকারই প্রথম কৃষিতে পঞ্চবার্ষিকী (৭৩-৭৮) পরিকল্পনা হাতে নিয়েছিল। যার মাধ্যমে কৃষি বহুদূর এগিয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাবেক সভাপতি মির্জা জলিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষিতে অনন্য অবদান রাখায় কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি