ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চারটি স্বর্ণ নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১:২০, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২০, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রিও অলিম্পিকে অ্যাথলেটিক্সের প্রথম দিনে প্রথম ইভেন্টেই রেকর্ড গড়লেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। আর সপ্তম দিনে চারটি স্বর্ণ নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। মোট ২০টি স্বর্ণ সহ ৫০টি পদক নিয়ে তালিকায় প্রথম মার্কিনীরা। দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ১৩টি স্বর্ণসহ মোট ৩৭টি পদক। রিও অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের ১০ হাজার মিটারের অ্যাথলেটিক্সে ২৯ মিনিট ১৭ দশমিক চার পাঁচ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। যা আগের রেকর্ডের চেয়ে ১৪ সেকেন্ড কম। নারীদের ১০০ মিটার ¯িপ্রন্টের প্রথম হিটে ১২ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। এদিকে, ৫০ মিটার রাইফেল প্রোনের পুরুষে কোরিয়ার কিমকে হারিয়ে প্রথম হয়েছেন জার্মানীর হেনরি ইউঙ্গানেল। পুরুষ ২০০ মিটার লাইটওয়েট ডাবলের স্কুলসে ইতালিকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে ফ্রান্স। আর মেয়েদের বিভাগে স্বর্ণ জিতে নিয়েছে ব্রিটেন। এবারের আসরে সিঙ্গাপুর প্রথম স্বর্ণ পেয়েছে সাঁতারে। ১০০ মিটার পুরুষ বাটারফ্লাইয়ে সেরা হন ২১ বছর বয়সী জোসেফ স্কুলিং। আর মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের সাঁতারে হাঙ্গেরির কাতিনকা হুসসুকে পেছনে ফেলে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মেডেলিন দিরাদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি