ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে ২ শিশুর হত্যার ঘটনায় মা আটক, খুনের কথা স্বিকার

প্রকাশিত : ১২:১৭, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৭, ১৩ আগস্ট ২০১৬

রাজধানীর বাসাবোয় দুই শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘটনায় অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে খুনের কথা স্বীকার করেছে সে। তবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পরিবারের লোকজন। এদিকে ঘটনায় অন্যকেউ জড়িত আছে কিনা সে বিষয় বিস্তারিত জানতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। এভাবেই সাবলিল ভাষায় নিজহাতে দুই সন্তানকে খুনের বিষয়টি বর্ণনা করছিলেন নিহত দুই শিশুর মা তানজিন আক্তার। শনিবার সকাল আনুমানিক পৌনে ৫ টার দিকে সবুজবাগ থেকে তাকে আটক করে পুলিশ। তবে আটক তানজি আক্তার মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে দাবি করেছে নিহত দুই শিশুর ফুফু লায়লা নুর। এদিকে আধ্যাত্মিক কোন কিছু পাওয়ার আশায় মা তার সন্তানতের হত্যা করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এমন ধারণা করছে পুলিশ। তবে তদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আর দুই সন্তানকে হারিয়ে এখন অনেকটাই বাকরুদ্ধ বাবা মাহবুবুর রহমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি