ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গীবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ

প্রকাশিত : ১৮:১৩, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় জঙ্গীবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, যুব সমাজকে ধর্মের ভুল ব্যাখা দিয়ে পথভ্রষ্ট করার জন্য কিছু উগ্রবাদী সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব সংগঠনকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানান বক্তারা। সমাবেশে বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর থানা শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি