ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউ ইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৯:১৯, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৯, ১৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় মসজিদের ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলে আল ফুরকান জামে মসিজিদের ইমাম আলালউদ্দিন আকুনজি ও তার সহকারী তারা উদ্দিন। শনিবার বিকেলে মসজিদের পাশে রাস্তায় হাটার সময় পিছন থেকে দুইজনের মাথায় গুলি করা হয়। এসময় ঘটনাস্থলেই ইমাম আকুনজির মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তারা উদ্দিনের। ঘটনার পরপরই অস্ত্রধারী একজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর মসজিদের পাশে জড়ো হয় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সেখানে তারা বিক্ষোভ করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি