ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ০৯:২৬, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:২৬, ১৪ আগস্ট ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে ২ পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ-শৈলকুপা সড়কের দুধসর এলাকায় ডাকাতি চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে । পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত নিহত হয়। আহত হয় ২ পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল থেকে ১টি সার্টারগান, ২ রাউন্ড গুলি, ৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি