ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জানাযা শেষে ফজলুর রহমান পটলের লাশ নেয়া হয়েছে নাটোরে

প্রকাশিত : ১৬:৩৭, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৭, ১৪ আগস্ট ২০১৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জানাযা হয়েছে। জানাযা শেষে তার লাশ নেয়া হয়েছে নাটোরে। সংসদ ভবনের জানাযায় অংশ নেন তার সহকর্মীরা। সেসময় তারা এ রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাযায় অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। গেল শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। নাটোরের লালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।  বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে ফজলুর রহমান পটল মারা যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি