ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধার ৫, জীবিত উদ্ধার ২

প্রকাশিত : ১৬:৩৫, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৫, ১৪ আগস্ট ২০১৬

সুন্দরবনের হিরণপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ২ জন। নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে উদ্ধারকাজে অংশ  নিয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, হিরনপয়েন্ট থেকে প্রায় ৪০ নটিকেল মাইল দূরে বঙ্গোপসাগরে গেল রাতে এফ বি গৌরি-৬ নামে ভারতীয় একটি ফিশিং বোট ডুবে যায়। এঘটনায় ১৭ জন নিখোঁজ বলে প্রাথমিক তথ্য মেলে। পরে রাত থেকেই উদ্ধার অভিযান চালানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি