ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৯:২১, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২১, ১৫ আগস্ট ২০১৬

রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে কাল থেকে যুক্তরাষ্ট্রের তদন্ত দল ও নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। সপ্তাহব্যাপী এ বৈঠকে রিজার্ভের অর্থ চুরিতে কারা জড়িত এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হবে। ফেড কর্তৃপক্ষ ছাড়াও মার্কিন তদন্ত সংস্থা- এফবিআই ও যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের ওই দলটি। এদিকে উদ্ধার হওয়া ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত দিতে আগামী ৩০শে আগস্ট ফিলিপাইনের আদালতে আবেদন করতে যাচ্ছে দেশটির জাস্টিজ ডিপার্টমেন্ট। এর জন্য প্রয়োজনীয় নথি-পত্র এরইমধ্যে ফিলিপাইনকে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি